হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ শেষে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যথায়, এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল তারা। যদিও পরবর্তীতে নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসা তারা। তবে পাকিস্তানের হুমকিতে কিছুটা হলেও নমনীয় হয়েছে আইসিসি।পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচে অফিশিয়ালের ভূমিকায় আর দেখা যাবে না অ্যান্ডি পাইক্রফটকে। জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে পাকিস্তানের ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হবে, এমন তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও সুপার।বুধবার ‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে থাকার কথা ছিল পাইক্রফটের। তবে দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচে পাইক্রফটকে দেখা যাবে না ম্যাচ রেফারির ভূমিকায়।এদিকে, এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের অংশগ্রহণ...