স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের ফর্মিং মেশিন বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অপারেটর পদে একাধিক প্রার্থী নিয়োগ দেবে। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি স্কয়ার গ্রুপের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধাও পাবেন।দেখে নিন স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম:স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডপদের নাম:অপারেটরএসিআই-এ ফিল্ড রিসার্চ অফিসার পদে নিয়োগবিভাগ:ফর্মিং মেশিনপদসংখ্যা:নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা:ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স) অথবা এসএসসি/এইচএসসি পাসসহ দীর্ঘমেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।অন্যান্য যোগ্যতা:ফর্মিং মেশিন অপারেটর বা সমজাতীয় কাজের দক্ষতা।অভিজ্ঞতা:কমপক্ষে ৫ বছরচাকরির ধরন:ফুলটাইমকর্মক্ষেত্র:অফিসেপ্রার্থীর ধরন:নারী-পুরুষ (উভয়)বয়সসীমা:উল্লেখ নেইকর্মস্থল:পাবনাবেতন:কোম্পানির পলিসি অনুযায়ী আকর্ষণীয় বেতনঅন্যান্য সুবিধা:কোম্পানির নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিককরুন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের...