আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আশঙ্কার কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কারো ভুল রাজনীতিতে দেশে পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকতে হবে। তাঁর দাবি, আন্দোলনের কর্মসূচি দেওয়ায় প্রমাণ হয় ঐকম্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না জামায়াত, নির্বাচনেও অনীহা দলটির। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে...