চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা দুইদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এক আবেদনে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় আজ বিকেল সাড়ে ৩টা। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। যদিও গতকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিলো। তবুও শিক্ষার্থীদের উপস্থিতি বিবেচনায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়। ছাত্রদলের পক্ষ থেকে আবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী। কিন্তু গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের...