মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয়। এ অবস্থায় গত তিন দিনের তুলনায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি হচ্ছে। অন্যদিকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। তবে এর মধ্যে দেশের চার বিভাগের অনেক যায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ...