দুর্গাপূজার আর কয়েকদিন বাকি। উৎসবের আগে অনেকেই চান ত্বক হোক ঝলমলে ও সতেজ। কিন্তু ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় না পেলে চিন্তার কিছু নেই। ঘরোয়া পরিচর্যা, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামেই পাওয়া যাবে উজ্জ্বল ত্বক। ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং:প্রতিদিন দু’বার মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহার করলে পোরস ছোট হয় ও ত্বক ফ্রেশ লাগে। সবশেষে নিজের ত্বকের ধরন অনুযায়ী হালকা ময়শ্চারাইজার লাগান। স্ক্রাব:সপ্তাহে অন্তত দু’বার স্ক্রাব ব্যবহার করুন। ঘরোয়া উপায় হিসেবে চিনি–মধুর মিশ্রণ বা ওটস–দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়। ফেসপ্যাক:বেসন, দুধ ও হলুদের প্যাক ত্বককে ফর্সা ও দাগমুক্ত করে। মূলতানি মাটি তেল শোষে নিয়ে মুখকে সতেজ রাখে। সপ্তাহে অন্তত দুইবার ফেসপ্যাক ব্যবহার করুন। হাইড্রেশন:প্রতিদিন কমপক্ষে ৮–১০ গ্লাস পানি পান করুন। ডাবের পানি,...