ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে সংস্থাটির অঞ্চল-১–এর প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএনসিসি সূত্রে জানা গেছে, মিজানুর রহমান প্রশাসক মোহাম্মদ এজাজকে হোয়াটসঅ্যাপে ঘুষের প্রস্তাব দিয়ে খুদে বার্তা দেন। এরপর ট্র্যাকিং করে নম্বরটি ওই কর্মকর্তার বলে নিশ্চিত হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হচ্ছে বলেও জানা গেছে। তবে প্রশাসক মোহাম্মদ এজাজ গত ১৫ সেপ্টেম্বর রাশিয়া সফরে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ঘুষের প্রস্তাব দেওয়া কর্মকর্তা মিজানুর রহমানের মোবাইলফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওই খুদে বার্তায় মিজানুর রহমান লিখেছেন, ‘ডিটিও (পৌরকর) এর নিজ বেতন-ভাতায় দায়িত্ব নিতে চাই। স্যার যদি সম্ভব না হয়, তাহলে ডিটিও...