বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি, ভোট বর্জন নিয়ে তীব্র সমালোচনা করেছেন একসময়ের ছাত্র সংগঠনটির ডাকসাইটে নেতা সানাউল হক নীরু। তিনি বলেছেন, ছাত্রদলের রাজনীতি আজ আইসিইউতে। এখন যেন পালিয়ে যাওয়ার পালা।সাবেক এই ছাত্রনেতা মনে করেন, কমিটি বাণিজ্যসহ নানা কারণে দলের পরিস্থিতি খারাপ হওয়াতে আগামী দিনে কোনো ভালো মানুষ বিএনপির রাজনীতি করতে পারবেন না।বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সানাউল হক নীরু লিখেছেন, একদিন কানার ভাই অন্ধরাও বিজয়ী হয়েছিল সানাউল হক নীরুর বদান্যতায় এবং মাহবুবুল হক বাবলুর রক্তের ওপর দাঁড়িয়ে। নিরু-বাবলুর হাত ধরে ছাত্রদলের যে বিজয়ের পতাকা সারাদেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একসময় উত্তোলিত হয়েছিল, এমনকি গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজেও সে সময়ে ছাত্রদল বিজয়ী হয়েছিল, আজ তা অনেকাংশেই ক্ষয়িষ্ণু ও ধ্বংসের দ্বারপ্রান্তে।ছাত্রদলের ছন্দপতনের কথা তুলে ধরে...