ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রায় ৯ মাস পর প্রথমবারের মতো ইউক্রেনকে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি ইতোমধ্যে অস্ত্র পাঠানোর অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন।হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই ইউক্রেনে দুটি চালানে করে অস্ত্র পাঠানো হবে। প্রতিটি চালানের মূল্য ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ডলার (৫০ কোটি ডলার)। এতে থাকবে যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ।তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মতো সরাসরি সামরিক সহায়তা নয়—এই অস্ত্র যাচ্ছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের মাধ্যমে। তারাই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে কিয়েভে পাঠাবে এবং চালান পরিবহণের ব্যয়ও বহন করবে।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ (PaURL) নামে একটি নতুন সমঝোতার আওতায় মোট ১০ বিলিয়ন ডলার (১ হাজার কোটি ডলার) মূল্যের অস্ত্র পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের...