নিজস্ব প্রতিবেদক: ইতিহাস মানেই যেন যুদ্ধ, রাজনীতি আর নিষ্ঠুর একনায়কদের গল্প। সাধারণত এসব ভয়ংকর চরিত্রদের বেশিরভাগই পুরুষ—হিটলার, স্ট্যালিন বা নেরন—সব নামই আমাদের চেনা। কিন্তু নারীরা কি কেউ ভয়ংকর হয়ে ওঠা থেকে নিজেদের ছাড় দিয়েছেন? মোটেও না! নারীরা কেবল প্রেম, ভালোবাসা আর ত্যাগের গল্পেই সীমাবদ্ধ নন। ইতিহাসে এমন কিছু নারী আছেন, যাদের নিষ্ঠুরতা ও অপরাধ দেখে যে কেউ আঁতকে উঠবে।আজ ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ছয়জন নারী অপরাধী সম্পর্কেই জেনে নিই চলুন। আপনি যদি Monster সিনেমাটা দেখে থাকেন, তাহলে এই নামটা হয়তো মনে আছে। আইলিন ছিলেন একজন হাইওয়ে প্রস্টিটিউট, যিনি সাতজন পুরুষকে হত্যা ও লুটপাটের দায়ে দোষী সাব্যস্ত হন। তিনি বলেছিলেন, সবই নাকি আত্মরক্ষার্থে করেছেন। কিন্তু আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং ২০০২ সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এই নারী অপরাধী ছিলেন তার স্বামীর...