দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি পপুলার ফার্মাসিউটিক্যালস-এর নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধাও উপভোগ করবেন।দেখে নিন পপুলার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম:পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিপদের নাম:এক্সিকিউটিভআবুল খায়ের গ্রুপে বড় নিয়োগবিভাগ:ইন্টারনাল অডিটপদসংখ্যা:নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা:এমবিএ/এম.কমঅন্যান্য যোগ্যতা:এমএস ওয়ার্ড, এমএস পাওয়ারপয়েন্ট, এক্সেল দক্ষতা। সক্রিয়, স্মার্ট এবং ইতিবাচক মনোভাব। ভালো যোগাযোগ দক্ষতা। ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে।অভিজ্ঞতা:কমপক্ষে ২ বছরচাকরির ধরন:ফুলটাইমকর্মক্ষেত্র:অফিসেপ্রার্থীর ধরন:নারী-পুরুষ (উভয়)বয়সসীমা:সর্বোচ্চ ৩২ বছরকর্মস্থল:গাজীপুর (টঙ্গী)বেতন:আলোচনাসাপেক্ষেঅন্যান্য সুবিধা:প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লিভ ফেয়ার সহায়তা, লাভ বোনাস, গ্রুপ...