বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেওয়া এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন পুলিশের এক পদস্থ কর্মকর্তা। শুধু তাই নয়, তার নিরাপত্তায় একজন পুলিশ সদস্যকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলেন পুলিশের ডিআইজি পদমর্যাদার আরেক কর্মকর্তা। গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী এনায়েত করিমের সঙ্গে ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও সংশ্লিষ্ট ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গত ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে এনায়েত করিম টানা দুদিন ছিলেন একটি পাঁচ তারকা হোটেলে। ওই হোটেলের বুকিং ও ভাড়া পরিশোধ করেছিলেন জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুনুর রশিদ। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত শনিবার তাকে সন্দেহভাজন হিসেবে আটক...