বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সময় বাড়ানোর আবেদন করে চবি শাখা ছাত্রদল। এর ফলে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং জমা দেওয়া যাবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে। এর আগে বুধবার বেলা ১১টার দিকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানায় শাখা ছাত্রদল। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরুরি সভা করেছি। সভার...