বিশ্বকাপের কয়েক মাস আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল বিলবোর্ডে শুরু হলো ইসরায়েল-বিরোধী ক্যাম্পেইন। মঙ্গলবার চালু হওয়া এই প্রচারণায় একাধিক অধিকার ও সমর্থক সংগঠন ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোকে আহ্বান জানিয়েছে ইসরায়েল জাতীয় দলকে বর্জন করতে এবং দেশটির খেলোয়াড়দের ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে নিউইয়র্কে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ফাইনালও। এর ঠিক আগে এই প্রচারণার মাধ্যমে বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নরওয়ে, স্কটল্যান্ড ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষকে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়। আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটির নির্বাহী পরিচালক আবেদ আয়ুব এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের স্টেডিয়ামগুলো যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার মঞ্চ হতে দেওয়া যাবে না। আমরা দাবি জানাচ্ছি, ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা...