এশিয়া কাপ ২০২৫–এ হ্যান্ডশেক বিতর্ক ঘিরে শেষ মুহূর্তে অবস্থান বদলেছে আইসিসি। শুরুতে পাকিস্তানের দাবি নাকচ করলেও অবশেষে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ম্যাচে নতুন ম্যাচ রেফারি নিয়োগ দিতে রাজি হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গত রোববার ভারতের কাছে হারের পর পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নেয় ভারতীয়রা। এ নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আইসিসির নিয়ম ভঙ্গ করে পাকিস্তানি অধিনায়ক সালমান আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে মানা করেন। পিসিবি তাকে সরানোর আবেদন করলে আইসিসি প্রথমে তা প্রত্যাখ্যান করে। দিনভর টানাপোড়েন শেষে ‘মধ্যপথের সমাধান’ বের হয়। সিদ্ধান্ত হয়, পাকিস্তানের ম্যাচে পাইক্রফট দায়িত্বে থাকবেন না। ইউএইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রিচি রিচার্ডসনকে...