নেপালে ছয় মাসের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চান দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেন সুশীলা। ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, বিবিসির এমন প্রশ্নে সুশীলা বলেন, ‘আমি তো বলেইছি যে আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই।’ নিরলসভাবে কাজ করলে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী কয়েক দিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা। প্রথমত, ভোটার তালিকা প্রস্তুত করতে...