ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। বোমা ও গুলির আঘাতে হাজার হাজার বাসিন্দা তাদের পিতৃভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।তাদের আশঙ্কা, হয়তো আর কখনোই ফিরে আসা হবে না আপন জন্মস্থলে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অভিযানকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে গাজা শহরে নির্বিচারে ব্যাপক বিমান হামলার পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থল অভিযান শুরু করে দখলদার বাহিনী। এই অভিযানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অন্তত ৯১ জন নিহত হয়েছেন। অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত গাজাজুড়ে অন্তত ১০৬ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, হামলার মুখে পালাতে থাকা লোকজনকে বহনকারী একটি গাড়িও ইসরায়েলের বোমায় আঘাতে বিধ্বস্ত হয়েছে। শহরের অন্তত ১৭টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, এর...