মেজর লিগ সকারে মেসির নৈপুণ্যে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। তারা সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে। লিগস কাপের ফাইনালে এই সিয়াটলের কাছেই হার দেখেছিল মায়ামি। এবার তার প্রতিশোধ নিয়েছে মায়ামি। যার পেছনের কারিগর ছিলেন লিওনেল মেসি। একটি গোলের সঙ্গে আরেকটি বানিয়েও দেন তিনি। শুরুতে ১২ মিনিটে জর্ডি আলবার শুরুর গোলে পাস দেন আর্জেন্টাইন তারকা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার কাছে চলে গিয়েছিলেন মেসি। দুর্ভাগ্য শট গিয়ে আঘাত করে পোস্টে। ৪১ মিনিটে অবশ্য মেসিকে প্রতিদান ফিরিয়ে দেন আলবা। মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটিতে অ্যাসিস্ট করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সিয়াটলকে ম্যাচ থেকে আরও ছিটকে দেন ইয়ান ফ্রে। রদ্রিগো দে পলের কর্নার থেকে হেড করে স্কোর করেন ৩-০। ৬৯ মিনিটে ওবেড ভারগাসের করা গোল...