এসআই কাউসার সুলতান (বাঁয়ে) ও উদ্ধারকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪ জন ঢাকার ধামরাইয়ে লক ভেঙে কৌশলে চুরি করা দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ আগস্ট ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং থেকে মোটরসাইকেল দুটি চুরির ঘটনা ঘটে। গত ১৪ সেপ্টেম্বর ধামরাই থানায় এ ঘটনায় একটি মামলা (নম্বর- ১৮) করেন মো. আনছের আলী নামে এক ভুক্তভোগী। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী জেলার পাংশা থানার জীবননগর এলাকার মো. ইমরান মিয়া (২৫), একই জেলার কালুখালী থানার কালীনগর এলাকার মো. বিপুল শেখ (৩০) ও পাংশা থানার শরীশা খালপাড়া এলাকার মো. জাহাঙ্গীর জাহান বনি (২৫) ও বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি এলাকার মো. আল আমিন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন,...