সরকার পতনের দিন এক শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে নেওয়ার পথে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘ভালো থাকুক বাংলাদেশ’। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুর ব্যারিস্টার সুমনসহ সাতজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানিতে আদালতে তোলার পর সুমনের হাতের হাতকড়া, মাথার হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। এ সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার সুমন। সকাল ১০টার দিকে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান এজলাসে ওঠেন। এরপর গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম আদালতকে বলেন, “তিনি মামলার এজাহারনামীয় ২৫ নং আসামি। মামলার বিষয়ে তার সাথে কথা বলার জন্য ২০ বা ১৫ মিনিট সাক্ষাতের প্রার্থনা করছি।” রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করে বলেন,...