বিখ্যাত ঐপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবি’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরের ৩১ আগস্ট। সেই উপন্যাসের সময়কাল ও পটভূমিকায় এবার নির্মাণ করা হচ্ছে সিনেমা। শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি ও রানা সরকারের যৌথ প্রযোজনায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করতে যাচ্ছেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে সেই সিনেমার অভিনেতাদের নাম। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক সৃজিত বলেন, সিনেমার মুখ্য অভিনেতা টোটা রায় চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। বড় চমক ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল। অনেক বছর পর সৃজিতের সিনেমায় ‘ভিঞ্চিদা’ রুদ্রনীল ঘোষ। এ ছাড়া আছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্য। কাঞ্চন এর আগে পরিচালকের 'সত্যি বলে সত্যি কিছু নেই' সিনেমায় অভিনয় করেছেন। আরও পড়ুনআরও পড়ুন‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী দিব্যাণীর অভিনয়ে আত্মপ্রকাশ ধারাবাহিক...