উত্তরাখণ্ডে দুর্যোগ যেন নিত্যসঙ্গী। কয়েকদিন আগেই পাহাড়ি জনপদগুলোতে প্রবল বর্ষণে ধস আর হড়পা বান আঘাত হেনেছিল, থেমে গেছে চারধাম যাত্রা। এবার সেই দুর্যোগ নেমে এসেছে সমতল ভূমিতেও। সোমবার রাতের পর থেকে দেরাদুন শহর কার্যত ভয়াবহতার রূপ নিয়েছে। সহস্রধারায় মেঘভাঙা বৃষ্টির জেরে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে অনেক হোটেল, বাড়িঘর আর স্কুল ভাসিয়ে দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। দেরাদুনের ঐতিহ্যবাহী টপকেশ্বর মহাদেব মন্দির ও ভেতরের বিশাল হনুমান মূর্তি পানির নিচে চলে যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। মন্দিরের পুরোহিত ও সন্ন্যাসীদের মতে, এতদিনে এমন দৃশ্য কখনো দেখা যায়নি। নবরাত্রির প্রাক্কালে এই দুর্যোগ মানুষকে আরও ভীত করে তুলেছে। এবার শুধু পাহাড় নয়, সমতল ভূমিও বিপর্যস্ত। কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহিব, গঙ্গোত্রী, যমুনোত্রীর ধ্বংসযজ্ঞের পর তার ছায়া...