সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়ার নাম জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। এর মাঝে নতুন খবর। ২৪ বছরের মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতের তারকা ক্রিকেটোর। বর্তমান প্রেমিকা মাহিকার সঙ্গে নাতাশার অজস্র মিল খুঁজে পাচ্ছেন হার্দিকের ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি মাহিকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে মাহিকার পেছনে দেখা যাচ্ছে একজন পুরুষকে। অনেকের দাবি, ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। জল্পনা আরও ঘনীভূত হয়েছে, হার্দিক ও মাহিকা একে অপরকে সামাজিক মাধ্যমে অনুসরণ করার পর। এখানেই শেষ নয়, গুজরাট থেকে ছবি পোস্ট করেন মাহিকা। পেছনে যে গাড়ি ছিল, সেটি অনেকেই হার্দিকের বলেই দাবি করেছেন। জানা গেছে, হার্দিকের বাড়িতে নাকি যাতায়াতও শুরু করেছেন এ মডেল। হার্দিকের নতুন এ প্রেমিকার সঙ্গে অনেকেই...