বাংলাদেশের সঙ্গে জয় পেলেই এশিয়া কাপের সুপার ফোরে উঠে যেত আফগানিস্তান। এমন ম্যাচে লাল-সবুজদের সঙ্গে ৮ রানে হেরে পরের রাউন্ডে খেলার পথটাকঠিন এখন তাদের। লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদের। তবে লিটন দাসদের সঙ্গে হার মানতে পারছেন না দলটির অধিনায়ক রশিদ খান। নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে না পারার আক্ষেপ তার। আফগান অধিনায়ক জানালেন তার দল যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেটের জন্য পরিচিত, ম্যাচের শুরুতে তারা তা খেলতে পারেনি। ২৬ বর্ষী রশিদ বলেছেন, ‘শেষপর্যন্ত ম্যাচে ছিলাম। তবে ভালোভাবে শেষ করতে পারিনি। ১৮ বলে ৩০ রান করা এখনকার যুগে খুবই সম্ভব। আমরা যে ধরনের ক্রিকেটের জন্য বিখ্যাত তা শুরুতে খেলতে পারিনি। যে ধরনের ক্রিকেট খেলার জন্য আমরা এই পর্যায়ে এসেছি তা খেলতে পারিনি। ব্যাটিংয়ে আমরা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। আরও দায়িত্বশীল...