১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে জাপান আপাতত পিছু হটেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা জোরদার হচ্ছে, তখন টোকিওর এই অবস্থান বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের সংবাদমাধ্যম আসাহির প্রতিবেদনকে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাপান এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। কারণ হিসেবে বলা হচ্ছে—যুক্তরাষ্ট্রের চাপ এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা এড়ানো। অর্থাৎ, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক জটিলতা থেকে দূরে থাকতে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে টোকিও। স্থানীয় দৈনিক আসাহির বরাত দিয়ে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র বলেছে—ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার পেছনে মূলত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ কাজ করেছে। কিয়োদো নিউজও একই তথ্য জানিয়েছে, যেখানে উল্লেখ...