১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম নেপালে জেন জি আন্দোলনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। নতুন সরকারকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সামলানো, ভবিষ্যতের নির্বাচন আয়োজন এবং ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশ ও বিশ্বপেক্ষায় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও বৈদেশিক সহায়তা অর্জনও সরকারের জন্য বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জেন জি আন্দোলনের পর। দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে নতুন সরকারের মূল কাজ হলো ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনের প্রস্তুতি নেওয়া, ধ্বংস হওয়া শত শত অবকাঠামো পুনর্নির্মাণ করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। এই সরকারের দায়িত্বের গুরুত্ব ও সময়সীমা স্পষ্ট—শুধু দেশকে...