কমপক্ষে একবারের জন্য হলেও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সাংবাদিকদের তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে।আরো পড়ুন:মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিনজামায়াতের অভিন্ন কর্মসূচি দিল ইসলামী আন্দোলন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমাদের সঙ্গে তাদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা সে বিষয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা? কিভাবে হবে? এসব বিষয় তারা মূলত কথা বলেছেন।” তিনি বলেন, “আমরা উচ্চ এবং নিম্ন উভয় কক্ষে পিআর চাচ্ছি। আর আলোচনার টেবিলে এ সমস্যা সমাধান...