মাদারীপুর: নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী। নিঃসঙ্গ জীবনে মৃত্যুর সময়ও পাশে ছিল না আপনজন কেউই।ছয় দিন হাসপাতালের বেডে নিঃসঙ্গ পড়ে ছিলেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বনশ্রী। সন্ধ্যার পর মামা বাড়ি উপজেলার পল্লী কুমেড়পাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন হয় তার। মৃত্যুর খবর পেয়ে একমাত্র ছেলে ও ভাই ঢাকা থেকে এলেও অসুস্থ অবস্থায় কেউ খোঁজ রাখেননি বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকার বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় আবির্ভাব ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস...