অনেক আলোচনার সৃষ্টি করে জাকের আলী আন্তর্জাতিক ক্রিকেটে এলেও তিনি নিজেকে প্রমাণ করতে পারছেন না। ‘হার্ডহিটার’ হিসেবে তার পরিচতি থাকলেও বাস্তবে হাতে শট খুবই কম। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বারবার মুখ থুবড়ে পড়েছেন। গতকাল আফগানিস্তানের বিপক্ষে তার পারফর্মেন্স দেখে সমালোচনায় সরব হয়েছেন মিসবাহ উল হক। আবুধাবিত গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। সুপার ফোর এখনো নিশ্চিত হয়নি। আগে ব্যাট করে বাংলাদেশের তোলা ৫ উইকেটে ১৫৪ রানে জাকের আলীর অবদান ১৩ বলে অপরাজিত ১২ রান! ইনিংসের শেষদিকে নেমে তিনি বল যেন ব্যাটে লাগাতেই পারছিলেন না। কোনোমতে একটা বাউন্ডারি হাঁকান। অথচ অন্যপ্রান্তে থাকা নুরুল হাসান সোহান ঠিকই ৬ বলে ১২* রানের ক্যামিও খেলেন। ম্যাচ শেষে জাকের আলীর ব্যাটিং বিশ্লেষণে মিসবাহ উল হক বলেন, ‘জাকের বল মারতে পারছে...