খবর টি পড়েছেন :২৩৬বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে (আজ দুপুরে) শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ।এর আগে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। মহাপরিচালকের নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একাডেমির সকল বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভ্ছো জানানো হয়।মতবিনিময় সভায় ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান তাই সারাদেশের সংস্কৃতি চর্চায়...