সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে ১৪৬ রানে সব উইকেট হারিয়ে থামে আফগানিস্তান। আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলেও বাংলাদেশকে মূলত তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের দিকেই। তার আগে নেট রানরেট প্রসঙ্গে তানজিদ বলেছেন, ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকে তাকিয়ে থাকব।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নেট রানরেট ভাবনায় ছিল কিনা প্রশ্নে তানজিদ বলেছেন, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগ ছিল আমাদের। আমাদের দলের জন্য ভালো হতো হয়তো (ব্যবধান বড়) হলে। হয়নি, এখন কিছু করার নেই। কারণ...