নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক দলগুলো দেশব্যাপী যুগপৎ আন্দোলনের মাধ্যমে রাজপথকে উত্তাল করে তুলেছে। এর মধ্যেই, "জুলাই সনদ" বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তিনটি সমমনা দলকে সঙ্গে নিয়ে আন্দোলনে অংশ নিচ্ছে। এনসিপি সূত্র জানিয়েছে, তারা জামায়াতে ইসলামীর মতো কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে নয়, বরং মধ্যপন্থী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যেতে আগ্রহী। এক্ষেত্রে গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি'র (এবিপি) সঙ্গে তাদের আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই দলগুলোর মধ্যে দু-একটি দল একত্রিত হয়ে নতুন একটি জোট গঠন করতে পারে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজন করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো "জুলাই সনদ" বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে...