ম্যাচের ১৮তম ওভারে মাঠে নামেন সাকিব আল হাসান। তখন ব্যাটসম্যানের যে দায়িত্ব অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ঠিক তাই করলেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। তবে সাকিবের দুর্দান্ত ইনিংসের পরও জয়ের দেখা পায়নিঅ্যান্টিগা।টসে হেরে ব্যাট নেমে তারা তোলে ৮ উইকেটে ১৬৬ রান। জবাবে নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলসের ব্যাটে ত্রিনবাগো সহজেই জয় ছিনিয়ে নেয়। ১৫ বল হাতে রেখেই ৯ উইকেটে জেতে নাইট রাইডার্স। এতে আসর থেকে সাকিবরা ছিটকে যায়। ম্যাচে নারাইনের বিপক্ষে ঝড় তোলেন সাকিব, ৫ বলে ১৮ রান, টানা তিন চার ও এক ছক্কা। যদিও ওই ম্যাচেই সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন সুনীল নারাইন। ইমাদ ওয়াসিমকে আউট করে তিনি ছাড়িয়ে যান ডোয়াইন ব্রাভোকে (১২৯)। নারাইনের উইকেট এখন ১৩০। অ্যান্টিগার...