ব্যাটারি ফুলে গেলে এ সময় চার্জ দিলে ব্যাটারি আরও বিপজ্জনক হতে পারে। ব্যাটারির ভেতরের গ্যাস বিষাক্ত ও দাহ্য, বের হলে বিপজ্জনক। যত দ্রুত সম্ভব অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি বদলান। নিজের হাতে ডাস্টবিনে ফেলবেন না। রিসাইক্লিং বা ইলেকট্রনিক ওয়েস্ট কালেকশন সেন্টারে জমা দিন। >> ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। ব্যাটারির ভিতরে পাতলা ধাতু, প্লাস্টিকের বেশ কয়েকটি স্তর থাকে রাসায়নিক আবরণ দিয়ে ভরা। অ্যালুমিনিয়াম ব্যাগে ইলেক্ট্রোলাইট জেলের সঙ্গে এই জিনিস রাখা হয়। ভ্যাকুয়াম ভরে এই ব্যাগ সিল করা থাকে তাপ দিয়ে, যাতে বাইরে থেকে ভিতরে কোনও বাতাস না ঢুকতে পারে। এই জেল গ্যাসে পরিণত হয়ে গেলেই ব্যাটারি ফুলে ওঠে। >> অতিরিক্ত চার্জিংয়ের ফলে এমনটা হতে পারে। বারবার ফোন চার্জ দেওয়া বা লম্বা সময় চার্জারে লাগিয়ে রাখা। >> ফোন গরম...