অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। লেখক-পাঠক-প্রকাশকদের মহা মিলনমেলা। প্রতি বছর ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারি মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি আয়োজন করে রাষ্ট্রীয় ভাষানিয়ন্ত্রক সংস্থা বাংলা একাডেমি। মাঝখানে করোনা পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা অনুষ্ঠিত হতে দেখা গেছে। এবার উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে বইমেলা এগিয়ে আনা হতে পারে। সে হিসেবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে অমর একুশে বইমেলা। সেভাবেই হয়তো প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ২০২৬ সালের অমর একুশে বইমেলা ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। নাম প্রকাশ না করলেও একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ফলে অন্যান্য বছরের চেয়ে এবার আগেভাগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা। ফলে লেখক-পাঠক-প্রকাশকদের নানান রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিলে তা মন্দ...