দেশের দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন স্থাপনা পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে কয়েক দিন ধরে ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। আইন অনুযায়ী ছেঁড়া বা নোংরা জাতীয় পতাকা উত্তোলন দণ্ডনীয় অপরাধ হলেও সেখানে প্রকাশ্যে সরকারি নিয়ম লঙ্ঘন করে পতাকা টানানোয় জনমনে প্রশ্ন উঠেছে। স্বাধীনতার জন্য ৩০লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার প্রতি এ ধরনের অবহেলা মানুষ অসম্মানজনক বলেই মনে করছেন। এ বিষয়ে টোল প্লাজার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন বলেন, আমি টোল প্লাজার কেবল প্রযুক্তিগত বিষয়গুলো দেখি। পতাকা উত্তোলন বা...