১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন। নিজের ছেলে রোরি গেটসের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখা পুরোনো অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি দেখা এবং উৎপাদন প্রক্রিয়া বোঝাই ছিল তাদের আনন্দের বড় উৎস। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেওয়া পোস্টে গেটস লেখেন, “আমার ছেলে এবং আমি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে খুব ভালোবাসতাম। আমরা সবসময় যন্ত্রপাতি দেখা এবং কীভাবে বিদ্যুৎ তৈরি হয় তা দেখে খুব মজা পেতাম।” তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি পরিদর্শন করা ক্যাপ স্টেশন তাকে পুরোনো দিনের সেই অনুভূতিতে ফিরিয়ে নিয়ে গেছে। ক্যাপ স্টেশন হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ভূ-তাপীয় জিওথার্মাল (Geothermal) বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটি, যা...