বুখারা বিয়েনিয়ালের আয়োজন করে উজবেকিস্তান আর্ট অ্যান্ড কালচার ডেবেলপমেন্ট ফাউন্ডেশন। এতে আর্ট পরিচালকের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিউরেটর ডায়ানা ক্যাম্পবেল। প্রদর্শনীতে রয়েছে ভিজ্যুয়াল আর্ট, পেইন্টিং, ভাস্কর্য, টেক্সটাইল, সংগীত, নৃত্য, পাপেট্রি থেকে শুরু করে ইনস্টলেশন। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গঠিত ব্লু রুমে-এ নির্মিত হয়েছে এক শান্তিপূর্ণ ইনস্টলেশন। এতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘On Weaving Pavilion’, যেখানে স্থানীয় ও বৈশ্বিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আর চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর জন্য স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে বুখারার ঐতিহাসিক মসজিদ, মিনার ও স্থাপত্য ঘেরা পুরোনো...