যশোর: জুলাই গণঅভ্যুত্থানে যশোরের জাবির হোটেলে অগ্নিকান্ডে নিহত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবরার মাশরুন নীলকে নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছেন তার পরিবারসহ অন্যান্য নিহতদের স্বজনেরা। জুলাই শহীদদের স্বজনেরা অভিযোগ করেন, প্রথম আলো গণঅভ্যুত্থানের শহীদদের বিতর্কিত করতে এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে।এ কারণে স্বজনেরা প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান। প্রথম আলোর ওই প্রতিবেদনে নীলের ‘শহীদ’ পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করায় ক্ষুব্ধ স্বজনেরা বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছেন। বক্তারা বলেছেন, এই প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহীদদের স্মৃতিকে কলঙ্কিত করার চেষ্টা। তারা প্রশ্ন তোলেন, একজন সাংবাদিক কোনো ভুক্তভোগীর সঙ্গে কথা না বলে তার নামে মন্তব্য ছাপালে সেটি গুরুতর নীতিবিরোধী কাজ। সময় আবরার নীলের মা জেসমিন আক্তার অশ্রুসিক্ত কণ্ঠে...