গাজায় চলমান যুদ্ধের মধ্যে সাধারণ নাগরিকদের জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সিটি থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য এই অস্থায়ী করিডোর চালু করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। এর আগে গতকাল মঙ্গলবার ভোর থেকেই গাজা সিটিতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে গাজা উপত্যকার এই বৃহত্তম নগর কেন্দ্রে অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান এমন এক সময়ে শুরু হয়েছে যখন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অপরাধে উসকানি দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে সালাহ আল-দিন স্ট্রিট দিয়ে খোলা এই...