আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৮ রানের জয় তুলে নিয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন ৩১ বলে ৫২ রানের ইনিংস।তবে তার মতে, জয় এনে দেওয়ার মূল কৃতিত্ব বোলারদেরই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ বিশ্বমানের। টি-টোয়েন্টি ফরম্যাটে সবাই অনেক অভিজ্ঞ। যে রান তুলেছি, বিশ্বাস ছিল বোলাররা সেটি ডিফেন্ড করতে পারবে। আজকের কৃতিত্ব ওদের। ’ এই ম্যাচে মোস্তাফিজুর রহমান নেন তিন উইকেট, দুর্দান্ত করেন নাসুম আহমেদও। কার্যকর ছিলেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তবে একাদশে বিশেষজ্ঞ বোলার কম থাকায় সাইফ হাসান ও শামীম হোসেনকে কিছু ওভার বল করতে হয়। তারা কিছুটা খরুচে হলেও আস্থা হারাচ্ছেন না তামিম। তিনি বলেন, ‘এটা নিয়ে অধিনায়ক আর ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। তবে আগের ম্যাচগুলোতে সাইফ-শামীম দুজনেই...