প্রশ্ন:টিস্যু, ডিলা বা কুলুপ ছাড়া কেবল পানি ব্যবহার করে ইস্তিঞ্জা করলে পবিত্রতা অর্জিত হবে কি? উত্তর:ইস্তিঞ্জার উদ্দেশ্য হলো শরীরকে নাপাকি থেকে সম্পূর্ণ মুক্ত করা। শরীয়তে এর জন্য দুইটি পদ্ধতি রয়েছে—একটি হলো শুকনো বস্তু (যেমন ঢিলা, টিস্যু, কুলুপ, পাথর ইত্যাদি) ব্যবহার করা, অপরটি হলো পানি ব্যবহার করা। কুরআনে আল্লাহ তায়ালা বলেন: “তিনি তোমাদের উপর আসমান থেকে পানি বর্ষণ করেছেন, যাতে তোমাদের পবিত্র করেন।” (সূরা আনফাল: আয়াত ১১) রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের পানি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে হাদিসে তিনটি পাথর ব্যবহার করার কথাও এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, “তোমাদের কেউ ইস্তিঞ্জা করলে তিনটি পাথর ব্যবহার করবে। এতে তার জন্য যথেষ্ট হবে।”(সুনান আবু দাউদ, হাদিস: ৪৪) আরেক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) গোবর ও হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন।” (সুনান ইবনে মাজাহ, হাদিস: ৩৪৬)...