ঢাকা: অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে নিতে অনাগ্রহী দেশগুলোর জন্য ভিসা নীতি সীমিত, স্থগিত কিংবা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘ফাইভ আইস’ গোয়েন্দা জোটের বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন।‘ফাইভ আইস’ হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার একটি যৌথ গোয়েন্দা তথ্য বিনিময় প্ল্যাটফর্ম। বৈঠকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধানসহ অংশ নেন অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা।ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইংলিশ চ্যানেল হয়ে ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে ব্যর্থ হচ্ছে যুক্তরাজ্য। বিষয়টি নিয়ে সরকারকে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো, পাশাপাশি বাড়ছে জনসাধারণের ক্ষোভও।স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথের দিনই চ্যানেল পেরিয়ে ১,০০০–এর বেশি অভিবাসন, কঠোর বার্তা দিলেন শাবানা মাহমুদব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনই চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন রেকর্ডসংখ্যক ১,০৯৭ জন...