ঢাকা:বিশ্ব রোগী সুরক্ষা দিবস আজ ১৭ সেপ্টেম্বর। প্রতিদিন বহু রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে গিয়ে ভোগান্তির শিকার হন। স্বাস্থ্যের যত্ন নিতে গিয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, এ বিষয়টিকে গুরুত্ব দেয়ার সময় এসেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) উদ্যোগে বিশ্ব রোগী সুরক্ষা দিবস (World Patient Safety Day) পালন করা হয়। ২০১৯ সালের মে মাসে দিবসটি পালন শুরু হয়। এরপর থেকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। প্রতিটি মানুষ, তাদের জীবনের কোনো না কোনো সময়ে, অসুস্থতা প্রতিরোধ বা চিকিৎসার জন্য ওষুধ সেবন করবে। যাইহোক, ওষুধগুলি কখনও কখনও গুরুতর ক্ষতির কারণ হয় যদি ভুলভাবে সংরক্ষণ করা হয়, নির্ধারিত হয়, বিতরণ করা হয়, পরিচালনা করা হয় বা অপর্যাপ্তভাবে পর্যবেক্ষণ করা হয়।অনিরাপদ ওষুধের অভ্যাস এবং ওষুধের ত্রুটি সারা বিশ্বে স্বাস্থ্য পরিচর্যায় পরিহারযোগ্য...