১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে “ক্যাম্পেইন ২০২৫” নামে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামকে ঘিরে চলমান ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র সম্পর্কে ছাত্র সমাজকে অবহিত করা এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচির অংশ হিসেবে (১৭ সেপ্টেম্বর) বুধবার সকালে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যাতে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ। লিফলেটের মাধ্যমে ছাত্র সমাজকে...