১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম কেশবপুরের পল্লীতে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করছিলেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ঘটনাস্থলে গিয়ে এই বিষয়ে সত্যতা পান। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক তাদের তিনজনকে এক লাখ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে...