জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসাফার’, ‘আনা’, ‘দিলরুবা—এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে খ্যাতি পান করেন। তার খ্যাতি কেবল পাকিস্তানেই নয়, ভারতের পাশাপাশি বাংলাদেশেও অসংখ্য ভক্তের মন জয় করেছেন হানিয়া। ফলে তার আগমনের খবরে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। হানিয়া আমিরের ঢাকা সফর নিয়ে অন্তর্জালে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে, তার ঢাকা সফর নিয়ে। সব সংশয় দূর করে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে।”আরো পড়ুন:পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ সেনা নিহতপাকিস্তানকে সহজেই হারিয়ে ‘সুপার ফোরে’ এক পা ভারতের পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্কের আয়োজনেই তার বাংলাদেশ সফর। আয়োজকেরা জানিয়েছেন, সম্প্রতি...