চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বুধবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর পর কমিশন তাৎক্ষণিক বৈঠক করে সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত দেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, “সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে মনোনয়ন সংগ্রহ করতে পারেনি বলে শিক্ষার্থীরা আবেদন করেছে। “আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন তাৎক্ষণিক বৈঠকে বসেছি। বৈঠকে আজ (বুধবার) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহের সময় নির্ধারণ করেছি, একইভাবে আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।” ছাত্রদলের দাবিতে সময় বাড়ানো হয়েছে কিনা–এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "আমরা কোনো গোষ্ঠীর দাবিতে সময় বাড়ায়নি। আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করেছি। আমরা...