সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর অন্যতম প্রিয় খাবার ডায়েট কোক। সেজন্য ডায়েট কোক, স্যান্ডউইচ, পানি খাওয়ানোর অনুমতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত সে অনুমতি দেননি। পুলিশের বিরোধিতার কারণে বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আমির হোসেন আমুকে প্রিয় খাবার খাওয়ার অনুমতি দেননি। এদিন সকাল ৯টার দিকে তাকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সাড়ে ৯টায় দিকে বুলেট প্রুফ জ্যাকেট, পিচমোড়া হ্যান্ডকাপ ও হেলমেট পরিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের দ্বিতীয় তলায় ২৮ নম্বর কোর্টে উঠানো হয়। কাঠগড়ায় হেলমেট, হাতকড়া ও জ্যাকেট খোলা হয়। বয়স্ক, অসুস্থ বিবেচনায় বসার জন্য টুল দেওয়া হয়। পরে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন।...