বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিন (১৭ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিস ঘেরাও করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আসন ফিরে পেতে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন এবং প্রধান গেট ঘিরে রাখেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। বাগেরহাটবাসী প্রায় অর্ধশত বছর ধরে চারটি সংসদীয় আসনের সঙ্গে অভ্যস্ত। উপজেলার সীমানা পরিবর্তনের ফলে বিভিন্ন উপজেলা একত্রিত হওয়ায় তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এবং আন্দোলনের জন্ম দিয়েছে। এদিকে, জেলায় চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়। বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার...